যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলো ‘সেক্সি গার্ল’!
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় প্রথম হয়েছে ‘সেক্সি গার্ল’। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এটি। বৃহস্পতিবার প্রকাশিত পদার্থবিদ্যা বিভাগের মেধাতালিকায় দেখা যায় তাতে স্থান পেয়েছে PH-1-0514 রোলনম্বরধারী ‘সেক্সি গার্ল’।
কিন্তু কিভাবে ঘটলো এমন ঘটনা? বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রধমে ওয়েবসাইট হ্যাক হওয়ার দোহাই দিতে চাইলেও সম্ভব হয়নি ত। কারণ কোনো পিডিএফ ফাইল হ্যাক করে তাতে এডিট করা সম্ভব নয়। শেষটায় কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ি করে তড়িঘড়ি ওই নম্বরের নাম সংশোধন করা হয়েছে।
কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস। উপাচার্য হয়ে এসেই তিনি কথা দিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তির পরিবেশ ফিরিয়ে আনবেন। তবে বৃহস্পতিবারের ঘটনায় তিনি কোনো প্রতিক্রিয়া জানান নি।
মন্তব্য চালু নেই