যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়কের আশুলিয়ার ঘোষবাগ বাসষ্ট্যান্ডে যাত্রীবাহী বাস চাপায় এক যুবকের(২৪) মৃত্যু। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। রোববার আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়কের আশুলিয়ার ঘোষবাগ বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে ঘোষবাগ বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপার হওয়ার সময় নিহত যুবককে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বদরুল আলম বলেন, অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

সাভার মুক্ত দিবস:
১৪ ডিসেম্বর সাভার মুক্ত দিবস। ৪৩ বছর পূর্বে ১৯৭১ সালের এই দিনে আশুলিয়া থানার জিরাব এলাকার ঘোষবাগের নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বাধীন একদল মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানি সেনাদের মধ্যে সম্মুখযুদ্ধ হয়।মুক্তদিবস মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনীর অনেকে নিহত হয়। আত্মরক্ষার্থে অন্যরা পালিয়ে যায়। শত্রুমুক্ত ঘোষণা করা হয় সাভারকে। দিবসটি উপলক্ষ্যে সাভারে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। ওই যুদ্ধে গোলাম মোহাম্মদ দন্তগীর টিটু নামের এক অকুতোভয় কিশোর শহীদ হন। ঢাকা- আরিচা মহাসড়কের সাভারের জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরিফার্ম গেটের পাশে তাকে সমাধিস্থ করা হয়। শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছে সবাই।



মন্তব্য চালু নেই