যাত্রীবাহী বাসে গরু, পালালো চোর
গরু-ছাগল চুরি করে ট্রাক বা পিকআপভ্যানে করে পালিয়ে যাওয়ার ঘটনা বিভিন্ন সময় ঘটলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা। চোরেরা একটি গরু চুরি করে বাসে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের গাতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ বাস থামিয়ে হাতে ধরেন চালকসহ তিন জনকে। এ সময় পালিয়ে যায় দুই চোর।
শনিবার গভীর রাতে টঙ্গীর মিলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে থেকে গরুটি চুরি করে পালাতে চেয়েছিল।
পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার মাওনা এলাকার এক বাড়ি থেকে একটি গরু চুরি করে কয়েক চোর। পরে বাস চালকের সহযোগিতায় গরুটি তুরাগ পরিবহনের একটি মিনিবাসে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। বাসটি টঙ্গীর মিলগেট এলাকায় পৌঁছলে বাসের গতি সন্দেহজনক হওয়ায় টহল পুলিশ বাসটি থামার সংকেত দেয়।
এ সময় বাসটির গতি কমলে দ্রুত লাফিয়ে নেমে পালিয়ে যায় দুই গরু চোর।পরে পুলিশ বাসের ভেতর থেকে চোরাই গরুসহ বাসের চালক লেয়াকতসহ ৩ জনকে আটক করে।
মন্তব্য চালু নেই