যশোরে এক যুবক খুন হয়েছেন। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে কোন্দলে জড়িয়ে ছুরিকাঘাতে তিনি নিহত হন। নিহত ইসলাম উদ্দিন (১৮) সদর উপজেলার বারান্দিপাড়ার আফজাল হোসেনের ছেলে। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা বলে যশোর কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার সন্ধ্যা থেকে শহরের সিটি কলেজ শহীদ মিনারে ‘সপ্তসুর’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের বাংলা নববর্ষের অনুষ্ঠান চলছিল। রাত সোয়া ৯টার দিকে অনুষ্ঠান দেখা নিয়ে ইসলামের সঙ্গে একই এলাকার হাফিজুর নামে এক যুবকের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে ইসলামের বুকের বাঁপাশে ছুরিকাঘাত করে হাফিজুর পালিয়ে যায়। আহত অবস্থায় ইসলামকে যশোর সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই