কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঔজ্জল্য ছড়াতে ব্যর্থ হওয়ার পর আবারো নতুন কোচের সন্ধানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য শুক্রবার কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ডেভ হোয়াটমোরের বিদায়ের পর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই মাসের জন্য মঈন খানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। সাবেক পাক উইকেটকিপার ব্যাটসম্যানের সহযোগী হিসেবে ব্যাটিং কোচ রুপে দলে ছিলেন জহির আব্বাস, আর ফিল্ডিং কোচ হিসেবে শোয়েব মোহাম্মদ। কিন্তু এখন ওই তিন পাক ত্রয়ীর সাথে চুক্তি নবায়ন করেনি পিসিবি। বরং নতুন কোচ চিয়ে বিজ্ঞপ্তি দিলো পিসিবি। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে পিসিবি দলের প্রধান কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, স্পিন পরামর্শক, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয়। যাতে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার কিংবা কোচ হিসেবে অভিজ্ঞদের পাঁচ মে তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়। সূত্র: দ্য ডন।


মন্তব্য চালু নেই