যশোরের শার্শায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আনিসুর রহমান (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঢাকা থেকে আটকের পর শনিবার ভোরে আনিসুরকে নিয়ে বসতপুর গ্রামে অভিযান চালালে তার সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আনিসুরের মৃত্যু হয় এবং দুই জন পুলিশ সদস্য আহত হয়। নিহত আনিসুরের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বালিয়া গ্রামে বলে জানা যায়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ওয়ানশুটার গান উদ্ধার করেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহম্মেদ কবির সাংবাদিকদের জানান, আনিসুরকে ঢাকা মহানগর এলাকা থেকে পুলিশ আটক করে। আটকের পরে জিজ্ঞাসাবাদে সে শার্শার বসতপুরে তার অস্ত্র ও সহযোগীদের অবস্থানের কথা জানায়। শনিবার ভোরে সাতক্ষীরা ও শার্শা থানা এবং গোয়েন্দা পুলিশ আনিসুরকে নিয়ে বসতপুরে যৌথ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধে আনিসুর নিহত হয়। নিহত আনিসুরের বিরুদ্ধে সাতক্ষীরা ও শার্শা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ১১টি মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই