যশোরের নাভারণে ট্রেন-নছিমন সংঘর্ষ ২ স্কুল ছাত্রী নিহত ॥ আহত ৫
জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) ॥ বেনাপোল-যশোর রেল সড়কের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নাভারন কুন্দিপুর এলাকায় বৃহস্প্রতিবার দুপুরে ট্রেন-নছিমন সংঘর্ষে ট্রেনের চাকায় কাটা পড়ে হাবিবা খাতুন (১৩) ও মহুয় খাতুন(১৪) দু’স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৫ স্কুল ছাত্রী । প্রত্যদর্শীরা জানান, দুপুরে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনটি ঝিকরগাছার নাভারন কুন্দিপুর গেটে পৌছালে একটি নসিমন রাস্তা পার হওয়ার সময় ট্রেনটি নসিমনকে ধাক্কা দেয় । এতে ট্রেনের চাকায় কাটা পড়ে হাবিবা খাতুন (১৩) ও মহুয় খাতুন(১৪) নিহত হয়। আহত হয়েছে রিমা (১৫), সোমাইয়া (১৪), রোখসানা (১২), জবা (১৪) কবিতা (১২) নামে ৫ ছাত্রী । হতাহতরা সবাই শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। নিহত হাবিবা ঝিকরগাছা উপজেলার গুলনগর গ্রামের হবিবর রহমানের মেয়ে। এবং মহুয়া একই উপজেলার করিমালি গ্রামের শাজাহান আলী খোকনের মেয়ে। দুর্ঘটনায় আহতদের বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশংকাজনক অবস্থায় রিমা খাতুন (১৪) নামে অপর স্কুল ছাত্রীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
মন্তব্য চালু নেই