যশোরের ঝিকরগাছায় অপহৃত উদ্ধার : চার অপহরণকারী আটক
যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া এলাকা থেকে আজ রোবাবর সকালে চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ। অপহৃত ঢাকার কাঁচামাল ব্যবসায়ী রুবেল হোসেনকেও মহেশপাড়া চৌরা¯তা থেকে উদ্ধার করা হয়েছে।ঢাকার বংশাল এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে।
আটক অপহরণকারীরা হলেন, ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের আশরাফ গাজীর ছেলে নাজমুল ইসলাম, হাসান আলীর ছেলে জিকু, সামাদ দেওয়ানের ছেলে জামাল এবং উলাকোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসান।
বাঁকড়া পুলিশ তদšত কেন্দ্রের ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, ৪/৫ দিন আগে ঢাকার কাঁচামাল ব্যবসাসী রুবেল হোসেনকে কাঁচামাল বিক্রয় করার কথা বলে উপজেলার নায়ড়া গ্রামের আশরাফ গাজীর ছেলে নাজমুল ইসলাম, হাসান আলীর ছেলে জিকু, সামাদ দেওয়ানের ছেলে জামাল এবং উলাকোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসান ডেকে নিয়ে আসে।
পরে তারা রুবেলকে আটক রেখে তার পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। রোববার সকালে রুবেল সুযোগ বুঝে পালিয়ে মহেশপাড়া চৌরা¯তা মোড় নামক স্থানে চলে আসে। এ সময় অপহরণকারীরা তাকে ধরতে আসলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাঁকড়া পুলিশ তাদের আটক করে। বর্তমানে আটকরা ঝিকরগাছা থানা হেফাজতে রয়েছে। এ ব্যপারে মামরা হযেছে থানায়।
মন্তব্য চালু নেই