ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সর্বস্তরের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দাবী ও সন্ত্রাসীদের বিচারের দাবীতে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেছে ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের হাতে স্মারক লিপি তুলে দেয় তারা। এসময় পৌর মেয়র ও শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমান, কাঁচাবাজার সমিতির সভাপতি কোরবান আলী, ব্যবসায়ী নেতা আলহাজ্ব মাসুদুর রহমান রতন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বারক লিপিতে ব্যবসায়ীরা জানায়, বেশ কিছুদিন যাবত স্থানীয় আ’লীগের দু’গ্র“পের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে শ্রীবরদী পৌর শহরে ব্যবসায়ীদের দোকান পাটে দেশীয় অস্ত্র দিয়ে হামলা, ভাংচুর করে দোকানের ক্ষতি সাধন করছে। হামলার ভয়ে পৌর শহরের সর্বস্তরের ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা একান্ত প্রয়োজন। এ
প্রসঙ্গে শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার বলেন-রাজনীতির নামে কোন
ধরনের বিশৃঙ্খলা, ভাংচুর, লুটপাট ও হামলার ঘটনার চেষ্টা চালালে তা শক্ত
হাতে দমন করা হবে। শান্ত শ্রীবরদীতে অশান্ত করার চেষ্টা চালালে পুলিশ
যথাযথ ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন
তাদের ছাড় দেওয়া হবে না। কোথাও কোন বিশৃঙ্খলার চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে পুলিশ এ্যাকশন চালাবে।



মন্তব্য চালু নেই