যথোপযুক্ত ব্যবস্থা নেবেন তারানকো

বাংলাদেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে প্রয়োজন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা নেবেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজলের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

মুশফিকের প্রশ্নটি ছিল, ‘জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী ও আরেক সাবেক প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠি পাওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতিক্রিয়ায় আমরা দেখেছি, তারা চিঠি পাওয়ার কথা জানিয়ে জাতিসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা। আর সরকার পক্ষ সংলাপে যেতে অস্বীকৃতি জানিয়েছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, সংলাপের কোনো প্রশ্নই উঠে না। তারানকো একটি রুটিন চিঠি পাঠিয়েছেন এবং অনেকবারই জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। সুতরাং সংলাপ বা অন্যকিছুর শর্তাবলিতে কিছুই হবে না। তারানকোকে সংলাপ বা বিরোধীদের সঙ্গে সমস্যার সমাধানে কোনো দায়িত্ব দেয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রীও সংলাপের বিষয়টি নাকচ করে দিয়েছেন। এ অবস্থায় জাতিসংঘের অবস্থান কি?’

জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা আগেও বলেছি, অবশ্যই মহাসচিব সহিংসতার বিষয়ে উদ্বিগ্ন, যে রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে। তারানকোকে মহাসচিবের পক্ষ থেকে কাজ করতে বলা হয়েছে। তিনি পরিস্থিতি নজরে রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী সঠিক ব্যবস্থা নেবেন।’



মন্তব্য চালু নেই