ময়মনসিংহে নিহতের সংখ্যা বেড়ে ৯
ময়মনসিংহের বেলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। এদের মধ্যে ঘটনাস্থলে মহিলাসহ ৫ যাত্রী এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনসহ মোট ৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মোবারক হোসেন (৩২) ও তার স্ত্রী মিরানা (২৫), একই গ্রামের মিরাজ আলীর ছেলে খোকন (৩২) ও তার স্ত্রী শামসুন্নাহার (৩০), সুরুজ আলীর ছেলে আজিজুল ইসলাম (১৫) ও তার বোন আফরোজা (১৯) এবং তার স্বামী জামালপুরের বকশীগঞ্জের আব্দুল লতিফের ছেলে সাগর (২৫), হালুয়াঘাট উপজেলার বাউশি গ্রামের আব্দুর রউফের ছেলে শাহাদত (১৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মধ্যে সাত জনই একই পরিবারের সদস্য।
হতাহতরা সকলেই পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এরা ঈদের ছুটিতে ভোরে গাজীপুর চৌরাস্তা থেকে লেগুনাযোগে বাড়ির উদ্দেশ্যে ফুলপুর যাচ্ছিল। পুলিশ বাসটি আটক করেছে।
ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই