ম্যারাডোনা থেকে ৯০ মিনিট দূরে মেসি!

আর মাত্র ৯০ মিনিটের অপেক্ষা। বিশ্ব ফুটবলের বরপুত্র ডিয়াগো ম্যারাডোনাকে ছুঁতে বর্তমান ফুটবল বিশ্বের সেনসেশন লিওনেল মেসির জয় করতে হবে জার্মান বাধা। আর সেদিন বা পায়ের জাদু দেখিয়ে যদি মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয় এনে দিতে পারেন তা হলে মেসির নামটা ম্যারাডোনা কিংবা পেলেদের কাতারে উচ্চারিত হলে বিস্ময়ের কিছুই থাকবে না।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল জিতলেই ম্যারাডোনা বনে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওয়েন মেসি। এমনটাই প্রত্যাশা আর্জেন্টিনা ভক্ত সমর্থকদের। দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে ম্যারাডোনার যোগ্য উত্তরসুরি মেসির দল। সেমিফাইলালে গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে স্বপ্নের বিশ্বকাপ জয়ের পথে শেষ ধাপে পৌঁছে গেল মেসির আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ে গোলশূণ্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। দু’দল ঐ সময়ের মধ্যেও কোন গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিয়ো রোমেরো দৃঢ়তায় ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠে মেসির আর্জেন্টিনা। ১৯৯০ সালের ফাইনালে উঠে তৃতীয় বিশ্বকাপ জেতাতে পারেননি সর্বকালের অন্যতম সেরা ফুটবল জাদুকর ডিয়াগো ম্যারাডোনা। তাই সেই আক্ষেপ ঘুচাতে ২৪ বছর পর তৃতীয় বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে চায় ল্যাটিন ফুটবলের পরাশক্তির এই দেশটি।

আর এক্ষেত্রে আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসির সামনে হাতছানি ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবার। আজকের সেমিফাইনালের ট্রাইবেকারে প্রথম শট নিয়ে তিনিই ঝুকি থেকে এগিয়ে নেন আর্জেন্টিনাকে। ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পারেন কিনা মেসি সেটি দেখার জন্য ১৩ জুলাইয়ে বাংলাদেশ সময় রাত ১ টায় চোখ রাখতে হবে মারাকানা স্টেডিয়ামে। যেখানে মেসিকে রুখতে অপেক্ষা করছে ফুটবল বিশ্বের আরেক পরাশক্তি জার্মানি। যদিও সেদিন ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন লিওয়েন মেসি এটাই প্রত্যাশা শত-কোটি আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের।



মন্তব্য চালু নেই