ম্যাচ-সেরা হয়ে নির্ভীক সাব্বির বললেন ‘হ্যাপি’

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১২৩ রান করে সাব্বির রহমান রুম্মন জানান দিয়েছিলেন, ব্যাট হাতে কম যান না তিনি। ওই ম্যাচে পাকিস্তানকে হারানোর নায়ক সাব্বিরই। সেই আত্মবিশ্বাস নিয়ে ১৬ বছর পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারীদের বাংলাওয়াশ করলেন টাইগাররা।

বাকি ধোলাইটা হলো টি-টোয়েন্টিতে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে শহীদ আফ্রিদির দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ কম বলে মিনি বাংলাওয়াশ বলাই ভালো।

এদিকে প্রস্তুতি ম্যাচে ভালো খেলার পর একমাত্র টি-টোয়েন্টিতে ৩২ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন সাব্বির। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের বদৌলতে ম্যাচসেরা নির্বাচিত হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন সাব্বির।

আন্তর্জাতিক টুর্নামেন্টে এবারই প্রথম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাব্বির বলেন, ‘আমি ব্যাটিং উপভোগ করি। আমি খুবই ‘হ্যাপি’ (আনন্দিত)। এটা টি-টোয়েন্টিতে আমার প্রথম ফিফটি। আমি আমার পরিবারকে এটি উৎসর্গ করতে চাই। কৃতিত্ব দিতে চাই কোচিং স্টাফকে। আমি আশাবাদী, টেস্ট সিরিজও আমরা জিতব।’



মন্তব্য চালু নেই