ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে আগ্রহ দেখাচ্ছে ভারত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস যেমনটা জানালেন তাতে ধরে নেওয়া যায় সামনে ভারতে গিয়ে নিয়মিত খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
ভারতে জাতীয় দলের কোনো সিরিজ এখনও পাকা না হলেও ম্যাচ খেলার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও ‘এ’ দলের নিয়মিত সফরের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বাংলাদেশের দলগুলো যেমন ভারত যাবে, ভারতও তেমন বাংলাদেশে আসবে বলে সম্মত হয়েছে দুপক্ষ।
শনিবার মিরপুরে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ভারতে যে হোটেলে আমরা ছিলাম, সেখানে ওই দেশের ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের সাথে আমাদের সভাপতি সভা করেছেন। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ, যুগ্ম-সচিবসহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সাথে ভবিষ্যতে আরও কী ধরনের ট্যুর করা যায়, কোন লেভেলের খেলা বিনিময় করা যায়, তা আলোচনা হয়েছে। আমরা চাচ্ছিলাম জাতীয় দল ছাড়া অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের একটি নিয়মিত ট্যুর যাতে থাকে। মানে, ভারত এখানে আসতে পারে আর আমরা ওখানে যেতে পারি। এই বিষয়ে তারা সম্মত হয়েছে।
মন্তব্য চালু নেই