‘ম্যাচের ৬০ ভাগ বাংলাদেশের পক্ষে’

চট্টগ্রাম টেস্ট এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। প্রথম দিন বোলারদের দাপটের পর দ্বিতীয় দিনে আলো ছড়িয়েছেন ব্যাটসম্যানরা।

২৪৮ রানে দক্ষিণ আফ্রিকাকে আউট করে বুধবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৭৯। ৬ উইকেট হাতে রেখে ৬৯ রানে পিছিয়ে স্বাগতিক দল।

নির্দিধায় টেস্টের প্রথম দুই দিনের ফলে বাংলাদেশ এগিয়ে। দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট বলেছেন, চট্টগ্রাম টেস্টে ৬০ শতাংশ বাংলাদেশের নিয়ন্ত্রণে। বাকি ৪০ ভাগ দক্ষিণ আফ্রিকার।

ল্যাঙ্গাভেল্টের কথায় একমত হয়েছেন হাফসেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদও। বুধবার ৬৭ রান করা রিয়াদ সংবাদ সম্মেলনে বলেন, ‘হ্যা, ম্যাচের ৬০ ভাগ আমাদের দিকে। আবার ৬৫-৩৫ ভাগও হতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এবারই প্রথম দাপটের সঙ্গে লড়াই করছে বাংলাদেশ। এর আগে ৮ টেস্টে ৭টিতেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। এবার দুই বিভাগ একসঙ্গে জ্বলে ওঠায় বড় স্কোরের স্বপ্নও দেখছেন মাহমুদউল্লাহ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ২৫৯। ২০০৮ সালে চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে এ রান করেছিল বাংলাদেশ। মুশফিকবাহিনীর বিশ্বাস এবারের ইনিংসটি আগের রেকর্ড ছাড়িয়ে যাবে।



মন্তব্য চালু নেই