মৌলভীবাজারে ঠিকাদারের লাশ উদ্ধার

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার চঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামের নির্মান ঠিকাদার আলিম মিয়া (৩০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রামের মনু নদীর পাড়ে শিরিশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

আলিম মিয়া চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামের মৃত মেরাজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, সকালে এলাকার মনু নদীর পাড়ে একটি শিরিশ গাছে আলিম এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই