মৌচাকে ক্রেন উল্টে রাস্তা বন্ধ

রাজধানীর মৌচাক মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভারে একটি লোহার এমএস পিলার তোলার সময় একটি ক্রেন উল্টে গেছে। এতে বন্ধ হয়ে যায় পল্টনগামী সড়কের এক পাশের রাস্তা।

তবে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ছোট কয়েকটি ক্রেন উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ১২০ টন ওজনের একটি বড় ক্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ক্রেনটি লোহার পিলার ওপরে উঠানোর সময় বিকট শব্দে নিমার্ণাধীন পিলারের ওপর আঁছড়ে পড়ে উল্টে যায়। তবে, কোনো গাড়ি আশে-পাশে না থাকায় ও ক্রেনটি রাস্তার মাঝখানে থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সঙ্গে সঙ্গে কয়েকটি ছোট ক্রেন দিয়ে উল্টে যাওয়া ক্রেনকে তোলার চেষ্টা করেও সফল হয়নি। ক্রেনের হেলপার ক্রেনটি চালালেও চালক নিচে থেকে নির্দেশনা দিচ্ছিল বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই