মোল্লা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর রামপুরার মোল্লা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণে সক্ষম হয়েছে।
রোববার বিকেল ৫টা ১০ মিনিটে দশতলা বিশিষ্ট শপিংমল মোল্লা টাওয়ারের চতুর্থতলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত জানিয়েছেন, মোল্লা টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ১০টি ইউনিটকে তলব করা হয়েছিল। কিন্তু অাগে পৌঁছানো ২টি ইউনিটই আগুন নির্বাপণে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি জানান, দশ তলার ভবনটির চতুর্থ তলায় একটি রেস্টুরেন্ট আছে। রেস্টুিরেন্টের রান্নাঘর থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। তবে কেউ হতাহত হননি।
মন্তব্য চালু নেই