মোল্লাকান্দি ইউপি নির্বাচনী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদেও মধ্যে সংঘর্ষে ১০ জন গুলিবৃদ্ধ সহ ১৫ জন আহত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে আড়াইঘন্টাব্যাপী ইউনিয়নের মহেষপুর, রাজারজরসহ ৪টি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহাবুদ্দিন দেওয়ান (৪৮) ও শুক্কুর (৩৬)-কে ঢাকার চক্ষু হাসপাতালে, শাহজাহান (৪১), পফেল দেওয়ান (৪০), সজীব (২৮) ও বাসার দেওয়ান (২৭)-কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তাদেও গ্রেপ্তার এড়াতে অন্যত্র সরিয়ে নেয়া হয়। এরা নৌকার সমর্থক।

সূত্র আরো জানান, ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী রিপন পাটোয়ারি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই সংঘর্ষ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার রাজারচর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এখানে নৌকার সমর্থকদের ককটেল হামলায় পুলিশ কনষ্টেবল মহর আলী আহত হয়েছেন। এরপর মুন্সীগঞ্জ শহর ও পাশ্ববর্তী চরকেওয়ার থেকে সশন্ত্র ভাড়াটিয়ারা নৌকা প্রার্থীর পক্ষে মহেশপুর গ্রামে ঢুকার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। চলে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণের ঘটনা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।

এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে সদর থানার ওসি ইউনুচ আলী জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৮ মে এ ইউনিয়নসহ সদরের ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই