মোবাইল! যৌন সক্ষমতা কেড়ে নিতে পারে

বিশ্বাস করুন আর না করুন, মোবাইল ফোন যৌনজীবনে অশান্তি বয়ে আনে। এমনকি অধিক ব্যবহারে তা আপনার যৌন সক্ষমতা সম্পূর্ণ কেড়েও নিতে পারে।
এই ধরুন, সারাদিনের ক্লান্তি শেষে ঘরে আপনার প্রিয় মানুষটির সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, এরই মধ্যে বেজে উঠলো বেরসিক মোবাইল ফোন। অথবা ঠিক চরম মুহূর্তেই মোবাইল ফোনের রিংটোন আপনার মনোযোগ কেড়ে নিল, তখন কি তা আর শান্তিপূর্ণ থাকবে! এটা তো সোজা সাপটা কথা। বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্য বিশ্লেষণ করলে তা মাথা ঘুরিয়ে দিতে পারে। আর এ কারণেই বলা হচ্ছে, মোবাইল ফোনের কারণে আপনার যৌনজীবন অশান্তিতে ভরে উঠতে পারে। বর্তমানের জটিল জীবনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে প্রায় বেশিরভাগ মানুষই মোবাইল ফোনের সঙ্গে ২৪ ঘণ্টা কাটান। কিন্তু একজন মানুষ যদি দিনে চার ঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করেন, তাহলে তাতে তার যৌনজীবন প্রভাবিত হতে পারে। বাড়তে পারে বন্ধ্যাত্বের ঝুঁকি। এক গবেষণায় দেখা গেছে, যারা মোবাইল ফোনে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে চার ঘণ্টার বেশি সময় ব্যয় করেন, তাদের স্বাভাবিক যৌনজীবন মারাত্মক ব্যাহত হয়। যৌনাকাঙ্ক্ষাও কমিয়ে দেয়। গবেষকরা বলছেন, মোবাইল সেটের বিকিরণই এর জন্য দায়ী। ২০ জন বন্ধ্যা পুরুষ ও ১০ জন সুস্থ পুরুষের ওপর গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছেন, বন্ধ্যাত্বের শিকার পুরুষরা দিনে চার থেকে সাড়ে চার ঘণ্টার বেশি খোলা অবস্থায় মোবাইল ফোন নিজের কাছে রাখেন। আর যারা সুস্থ তারা দু’ঘণ্টারও কম নিজের কাছে মোবাইল ফোন রাখেন। পুরুষরা যদি নিজেদের যৌনজীবন পুরোপুরি উপভোগ করতে চান, তাহলে তাদের অবিলম্বে মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে ফেলা উচিৎ- বলছে গবেষণা। তবে দুটি গবেষণায় কোথাও শুক্রাণু কমে যাওয়ার কথা বলা হয়নি। এ বিষয়ে আরও গভীরে গবেষণা চলছে বলে জানিয়েছেন গবেষকরা।


মন্তব্য চালু নেই