মোবাইলের ব্যাটারি ভালো রাখার ৩ উপায়

হাতে স্মার্ট ফোন সঙ্গে মাল্টিপল অ্যাপস। তাই যতক্ষণ না আমাদের ঘুম আসে, মোবাইলেরও ঘুম নেই। তারপরও আমরা ব্যাটারিরই দোষ দিই।

তবে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বেশ কিছু টিপস মনে রাখুন। অনেকখানিই ব্যাটারি সঞ্চয় করতে পারবেন….

১। মোবাইল গরম হতে দেবেন না। চার্জ দেওয়ার সময় খেয়াল রাখুন মোবাইলের তাপমাত্রা ২০-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে কিনা। ফোন চার্জে থাকা সময়একদমই ব্যবহার করবেন না।

২। একটানা মোবাইলে চার্জ দিন। বারবার চার্জ থেকে খুলে কথা বললে তাড়াতাড়ি ব্যাটারি ক্ষয় হতে পারে। নকল চার্জার থেকে দূরে থাকুন।

৩। আপনার মোবাইলে যখন ১০ শতাংশ ব্যাটারি থাকবে, তখনই চার্জ দিতে পারেন। সারা রাত ধরে চার্জ একদমই দেবেন না। এত কিছুর পরও আপনার মোবাইলে চার্জ কম থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারির ব্যাধি আছে।



মন্তব্য চালু নেই