মোদী সরকারকে কটাক্ষ করলেন রজনীকান্ত!
রামস্বামীর তুঘলক ম্যাগাজিনের বার্ষিক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক বিবাদে জড়িয়ে গেলেন রজনীকান্ত। তিনি বলেন, দেশে একটি অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি চলছে৷ তিনি ব্যক্তিগতভাবে চো রামস্বামীকে এই মুহূর্তে পাশে চান৷ এই মন্তব্য করেই বিতর্কের মুখে রজনীকান্ত৷
এই বক্তব্যে তিনি স্পষ্টভাবে দেশ কথাটিরই উল্লেখ করেন৷ তামিলনাড়ুর কথা আলাদা করে কোথাও উল্লেখ করেননি তিনি৷ অর্থাৎ তিনি সরাসরি বিজেপি সরকারকেই আক্রমন করেছেন৷
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ্ শরৎ কুমার রজনিকান্ত এর এই মন্তব্যের ব্যাপারে বলেন, রজনীকান্ত একজন বিশাল মাপের অভিনেতা এবং তিনি মানুষ হিসাবেও খুব ভালো৷ এটি তাঁর একান্তই ব্যক্তিগত মন্তব্য৷ তাঁর এই কথাটি তাঁর এই মন্তব্যটিকে হয়তো এত গম্ভীরভাবে নেওয়ার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি৷
তিনি আরও বলেন, রজনীকান্ত দেশের জন্য অনেক কাজ করেন৷ যথেষ্ট সম্মান করেন তিনি তামিল সংস্কৃতিকে৷অপরদিকে তিনি রজনীকান্তের সমালোচনা করেন৷রজনীকান্ত কোনওভাবে কোনও রাজনৈতিক দল খোলার পরিকল্পনা করেন তাহলে রাজনীতিবিদ্ শরৎ কুমার প্রবলভাবে সেটির বিরোধিতা করবেন৷-কলকাতা২৪
মন্তব্য চালু নেই