ছেলের নাম কেন তৈমুর রেখেছন? তার অর্থ জানালেন সাইফ

যতই বলি নামে কী বা যায় আসে! এ যে কেবল কথার কথা তা বেশ বুঝেছে পতৌদি পরিবার। সাইফ-করিনা সাধ করে ছেলের নাম রাখে তৈমুর। আর এই নাম সামনে আসতেই খিল্লির ফোয়ারা ছোটে বিভিন্ন সোশাল সাইটে।

‘সাইফিনা’কে কম কথা শুনতে হয়নি ছেলের নাম তৈমুর রেখে। ওইটুকু বাচ্চার নাম নিয়ে এমন ‘রাজনীতি’ মোটে মানতে পারেননি কাপুর পরিবারের সদস্যরা। এ নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন ঋষি কাপুর। মুখ খোলেন করণ জোহরও। তবে এ নিয়ে এতদিন একটি কথাও বলেননি সাইফ বা কারিনা।

অবশেষে ভাঙল সেই নীরবতা। মুখ খুললেন সাইফ। সাফ জানালেন, অনেক ভেবেচিন্তেই তারা ছেলের নাম রেখেছেন তৈমুর। নামটির সঙ্গে কোনওভাবেই তৈমুরকে গুলিয়ে ফেললে চলবে না। সাইফ বলেন, “আমি ও আমার স্ত্রী নামটি অত্যন্ত পছন্দ করে রেখেছি। এর অর্থ আমাদের বড্ড প্রিয়। আমি তুর্কিদের ঐতিহ্য ও শাসক সম্পর্কে অবগত। তার নাম ছিল তিমুর। আমার ছেলের নাম তৈমুর। এটি একটি আরবি। যার অর্থ লোহা।”



মন্তব্য চালু নেই