মোদির সফরে ৬৫ দফা ইশতেহার ঘোষণা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরের শেষ দিকে ৬৫ দফা যৌথ ইশতেহার ঘোষণা করা হয়েছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রায় সব ইস্যু স্থান পেয়েছে।
যৌথ ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার পানিবণ্টন চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ জানান। মোদি জানান, বিষয়টি সকল পক্ষের মধ্যে আলোচনাধীন রয়েছে। যত দ্রুত সম্ভব তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি করা হবে।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় মোদি জানান, টিপাইমুখ বাঁধ ও ভারতের মধ্যে আন্তঃনদী সংযোগ প্রকল্পে এমন কোনো পদক্ষেপ ভারত নেবে না যা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে।
মন্তব্য চালু নেই