মোদির সফরে ডিএমপির ছুটি বাতিল
৬ জুন ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী। তার এই সফরের প্রস্তুতি এগিয়ে চলছে জোর কদমে। প্রস্তুতি প্রায় সম্পন্ন। শেষ মুহূর্তের প্রলেপ।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সফরের তদারকি করছেন। কোনো কিছুই যেন খুঁত না থাকে সেজন্য সচেষ্ট রয়েছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও।
জানা গেছে, ভারতীয় প্রধানমন্ত্রীর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশকর্মী ও নিরাপত্তা কর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, মোদীর সফর উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তার স্বার্থে ডিএমপির পুলিশ সদস্যদের ছুটি বাতিলের বিষয়ে লিখিত কোনো নির্দেশ দেয়া হয়নি তবে মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া, পাঁচতারা দু’টি হোটেলের কর্মীদের জীবনবৃত্তান্তের খোঁজখবর চালানো হচ্ছে। মোদির নিজস্ব নিরাপত্তার বাইরেও তিন স্তরের নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। ছুটি বাতিল হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও।
মন্তব্য চালু নেই