মোদির যে কথা শুনে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পাশে দাঁড়িয়েই বক্তব্য দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে উঠে আসছে ১৯৭১ সাল, বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ড। আর সেসব অতীতের কথা শুনে আসনে বসেই চোখের জল মুছলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালে নিহত ১,৬৬১ জন ভারতীয় সৈন্যকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মাননা প্রদান শেষে নরেন্দ্র মোদির বক্তব্যের সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।
ভাষণে মোদি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের ১৬ সদস্যকে মেরে ফেললো। কোনোরকমে দুটি মেয়ে বেঁচে গেলো। তারই একটি মেয়ে এখন তার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে চলেছে। কতটা দৃঢ়ভাবে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। দেশকে আর্থিকভাবে আরো বেশি বিকশিত করতে চান তিনি। দেশের সব মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। যেভাবে তিনি এত কঠিন পরিস্থিতিতে তিনি নিজেকে রক্ষা করেছেন, দেশকে রক্ষা করেছেন তা আসলেই প্রশংসার যোগ্য।
৭১ সালের কথা টেনে তিনি বলেন, ১৯৭১ সালের পর বঙ্গবন্ধুই বাংলাদেশকে অশান্তি ও অস্থির পরিস্থিতি থেকে তুলে নিয়ে আসে। বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন সত্যি করার পথ দেখান।
‘জয় হিন্দ, জয় বাংলা’ বলে নিজের বক্তব্য শেষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মন্তব্য চালু নেই