মোদির বিরুদ্ধে প্রকাশ্যে জামা খুলে তরুণীর প্রতিবাদ
ভারতের পাঁচশত ও এক হাজার রুপির নোট বাতিল করায় প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ব্যংকের সামনে লম্বা জুতার লাইন, কৃষকের আত্মহত্যা ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতিবাদের পর এবার প্রকাশ্যে জামা খুলে প্রতিবাদ করেছে এক তরুণী।
রোববার দিল্লির মেওরওয়াহারফিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিয়া টিভি এ সংবাদ প্রকাশ করেছে।
সূত্র জানায়, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তরুণী ক্লান্ত হয়ে পড়ে। একপর্যায়ে সে নিজের জামা খুলে প্রতিবাদ শুরু করে। এ সময় পুলিশ তাকে থানায় নিয়ে যায় ও এটিএম এ যেয়ে তাকে টাকা তুলে দেয়।
হবংি-১৪৭৯০৫৩৪৪৪-৫৩৪৪প্রত্যক্ষদর্শীরা জানায়, রুপি পরিবর্তন করার জন্য কয়েক ঘণ্টা লাইনে দাড়িয়ে থাকার পরেও টাকা পাওয়া যাচ্ছে না। সাপ্তাহিক ছুটির পুরো দিনই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে শেষ হয়ে যায়। দিল্লির নানা স্থানে লম্বা লাইনের ভীড় লেগেই আছে। তবে গতকাল রোববার লম্বা লাইনের পরিমাণ আরও বেড়ে যাওয়ায় এ ধরণের ঘটনা প্রকাশ্যে আসে।
সূত্র : দৈনিক পাকিস্তান উর্দু
মন্তব্য চালু নেই