মোটরসাইকেলে একজনের বেশি নয়
মোটরসাইকেলে একজনের বেশি উঠা নিষেধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মোটরসাইকেলে করে দুর্বৃত্তের গুলিতে দুই বিদেশি নাগরিক হত্যার পর মন্ত্রী এ ঘোষণা দেন।
রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী বিদেশি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসকদের নির্দেশ দেন। সম্প্রতি দুই বিদেশিকে (একজন ইতালীয় ও আরেকজন জাপানি) হত্যা করার পর মোটরসাইকেলে চড়ে একাধিক খুনীর ঘটনাস্থল ত্যাগ করার পরই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
এর আগে বিরোধী দলের টানা আন্দোলনের সময় মোটরসোইকেলে এক জনের বেশি ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই বিদেশি হত্যার ঘটনায় আইএসের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে আমাদের দেশের সন্ত্রাসীরা জড়িত।তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আশা করছি তারা শীঘ্রই ধরা পড়বে।
মন্তব্য চালু নেই