মে দিবসের শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন খালেদা জিয়া

মহান মে দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে মহান মে দিবস। দিনটির স্মরণে বন্ধ রাখা হবে দেশের সব শিল্প-কারখানা। পালন করা হবে সরকারি ছুটি।

এর আগে এ দিবসটি উপলক্ষ্যে গত বছরের ১ মে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত শ্রমিক সমাবেশে ভাষণ দেন খালেদা জিয়া।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে যুক্তরাষ্ট্র সরকার মালিক পক্ষের উস্কানিতে শ্রমিকদের ওপর গুলি চালায়। আপসহীন দশ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য।

শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে জনগণের প্রবল চাপের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা নির্ধারণ করতে বাধ্য হয়।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের মহান অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে’কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে।



মন্তব্য চালু নেই