মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। একটি গোল করেছে স্বপ্না।

আগামী শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে যারা জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

ম্যাচের প্রথমার্ধেই আফগানদের জালে এক হালি গোল জমা করে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে দলে এগিয়ে দেন অধিনায়ক সাবিনা। ১৫ মিনিটে অধিনায়ক নিজেই ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের ৪০ মিনিটে হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন সাবিনা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সাবিনা ম্যাচে করেন নিজের চতুর্থ গোল। তাতে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

বিরতি থেকে ফিরেই আবার সাবিনার গোল। ৪৮ মিনিটে তার পঞ্চম গোলে স্কোরলাইন হয়ে যায় ৫-০। আর ম্যচের ৮২ মিনিটে স্বপ্নার গোলে বড় জয় নিশ্চিত করে লাল সবুজের বাংলাদেশ।

আগামী শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে যারা জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।



মন্তব্য চালু নেই