মেয়েকে বিয়ে না করায় ছেলের বাড়িতে হামলা, আহত ১০

কুড়িগ্রামের রৌমারীতে মেয়েকে বিয়ে না করায় অপরাধে ছেলের বাড়িতে হামলা চালিয়ে ১০ জনকে পিটিয়ে আহত করেছে মেয়ে পক্ষের লোকজন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রুবার সকালে রৌমারী উপজেলার শ্রীফলগাতি গ্রামের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নূর নাহার (২৫), রেখা বেগম (২৬), হুমায়ুন কবির (৩২), আ. রহিম (২৫), আ. মোতালেব লিটন (৩২), নছিরন বেওয়া (৮০), কনিকা বেগম (১৬), নূর ইসলাম (৫৩), হামিদা (৪০), মকরম আলী (৫০)।

এলাকাবাসী সুত্রে জানা যায়, শ্রীফলগাতি গ্রামের কুদ্দুস আলীর কন্যা কনিকা আক্তারের সঙ্গে একই গ্রামের নুর ইসলামের ছেলে লোকমান হোসেনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সূত্র ধরে মেয়েপক্ষ
বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের বাড়িতে গেলে বিয়েতে তারা অসম্মতি প্রকাশ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও পরে মেয়েপক্ষ লোকবল নিয়ে ছেলের বাড়িতে হামলা চালায়।

এ বিষয়ে রৌমারী থানার ওসি সোহরাব হোসেন মোবাইলে এই প্রতিবেদক কে জানান, কোন পক্ষ এখনও লিখিত অভিযোগ করেনি। করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই