মেয়র মান্নান কারাগারে

বাসে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আদালতের নির্দেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অধ্যাপক এমএ মান্নানকে বহনকারী প্রিজনভ্যান কারাগারে পৌঁছে।

এর আগে শনিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ গ্রেপ্তারকৃত ১০ জনকে বাসে অগ্নিসংযোগের একটি মামলায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, জয়দেবপুর থানার এআই মো. আহাদুল ইসলাম বাদি হয়ে শুক্রবার রাতে সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগে অধ্যাপক এমএ মান্নানসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় অধ্যাপক এমএ মান্নানসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- অধ্যাপক এমএ মান্নানের ভাই বিএনপি নেতা আব্দুল কাদির, ভাতিজা এসএম ওয়াসিম, কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক ডিলার, রফিজ উদ্দিন, সমর্থক শাহিন আলম, হাবিবুল্লাহ, সব্দুল আলী, মো. আলম ও গাড়ি চালক মো. মিজানুর রহমান মিজান। পরে শনিবার বিকেল ৪টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় পুলিশ।



মন্তব্য চালু নেই