মেয়র মান্নানের জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ

সাময়িক বরখাস্ত হওয়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রফেসর এম এ মান্নানের গাড়ি পোড়ানোর একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত জানুয়ারি মাসে ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে জয়দেবপুর থানা পুলিশ একটি মামলা করে। সেই মামলায় এমএ মান্নান হাইকোর্ট থেকে জামিন নেন। হাইকোর্টের সেই জামিন আদেশ বহাল রেখেছেন আপলি বিভাগ।

আজ রোববার মান্নানের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট হানিফ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।



মন্তব্য চালু নেই