মেহেরপুর পিরোজপুর ইউনিয়ন উপ-নির্বাচন নির্বাচনে শাহারুল জয়ী
গত কাল মঙ্গলবার মেহেরপুর পিরোজপুর ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনে আল্লাদী ও কাথুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড নির্বাচনে শাহারুল ইসলাম জয়ী হয়েছেন । নির্বাচনে রিটার্নিং অফিসার , মেহেরপুর সদর , উপজেলা নির্বাচন অফিসার, মোহাঃ মোতাওয়াক্কিল রহমান জানান, এ নির্বাচনে পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর , গহরপুর, সোনাপুর, কাঁঠালপোতা ও টুঙ্গী গ্রামের ৪টি কেন্দ্রে ৮ হাজার ৭৩৯ জন ভোটারের মধ্যে ৫হাজার ৪৪৩ টি ভোট পোল হয়েছে। নির্বাচনের বলিয়ার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী আল্লাদী খাতুন (পদ্মফুল ) দুই হাজার আট শত বিশ ভোট পেয়ে নির্বাচিত হয় । তার একমাত্র প্রতিদ্বন্দি¦ প্রার্থী একই গ্রামের নিজামুদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (কলস) ২,৬২৩ টি ভোট পান, অপর দিকে মেহেরপুর গাংনী উপজেলা কাথুলী ইউনিয়নের কুতুবপুর ¯কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহন শেষে শাহারুল ইসলাম (টিউবওয়েল ) ৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু বকর (ফুটবল) ৭২৪ ভোট, অপর প্রার্থী আবু হানিফ (মোরগ) ৫৬২ ভোট ও হিজরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) ৫৬২ ভোট পেয়েছেন । নির্বাচনের ভোটার ছিলেন ৩১৮৩ জন। সন্ধায় ফলাফল ঘোষনা করেন। গাংনী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সরওয়ার হোসেন। উল্লেখ্য পিরোজপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নংওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান বেগম চলতি বছরের ২১ আগষ্ট ইšেতকাল করায় ঐ পদটি শূন্য হয়। এছাড়া কাথুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোহরাব হোসেন সে¦চ্ছায় পদত্যাগ করেন। এই কারণে পদটি শূন্য হয়।
মন্তব্য চালু নেই