জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলে ১১, আওয়ামী প্যানেলে ৪ প্রার্থী জয়ী
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
মেহেরপুর জেলা সভাপতি ও অ্যাড. আসাদুল আযম খোকন আইনজীবী সমিতি-২০১৫ ‘র নির্বাচন স¤পন্ন হয়েছে নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. আনোয়ার হোসেন , সভাপতি ও অ্যাড. আসাদুল আযম খোকন সাধারণ স¤পাদকসহ ১১ জন বিজয়ী হয়েছেন। অপরদিকে স¤¦লিত আওয়ামী আইনজীবী পরিষদের সহসভাপতি পদে অ্যাড. আব্দুল কুদ্দুস সহ ৪ জন বিজয় হয়েছে। গত কাল শুক্রবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ৯ টা থেকে ভোগ গ্রহন শুরু হয় এবং এক ঘন্টা বিরতি শেষে বিকেল সাড়ে ৩ টা পর্যšত চলে। নির্বাচনে মোট ১৫টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১২ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. আনোয়ার হোসেন ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স¤ি¦লিত প্রার্থী অ্যাড. খন্দকার একরামুল হক হীরা ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ স¤পাদক পদে অ্যাড. আসাদুল আযম খোকন ৩৯ ভোট পেয়ে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বিন্দ¦ী প্রার্থী স¤ি¦লিত আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. একেএম শফিকুল আলম ৩৭ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়াও সাধারণ স¤পাদক পদে স¦তন্ত্র প্রার্থী অ্যাড. ইব্রাহীম শাহীন ২৭ ভোট পেয়েছেন।
গভীর রাতে বোমা মেরে ডাকাত দলের কান্ড
রোববার দিন গত রাত ৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলা কোলা গ্রামে একদল ডাকাত এসে ঐ গ্রামের জনাব মোক্তার মল্লিক এর ছেলে বাসারের বাড়ীতে ডুকে সকলকে জব্দ করার পর মালামাল সহ বেশ কিছু লুটপাট করে আনুমানিক দুই লক্ষ টাকার স¤পদ আত্বসাৎ করে নিয়ে যায়। ডাকাতি শেষে চলে যাযও.ার সময় সকলে জেগে যাওয়ায় বোমা ফাটিয়ে তারা পালিয়ে যায়। এতে গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে।
মন্তব্য চালু নেই