মেহেরপুরে বাস উল্টে নিহত ৪

মেহেরপুর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় যাত্রীবাহী বাস উল্টে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের হোটেল বাজার এলাকার কাজেম আলীর ছেলে বাস হেলপার মেহেদী হাসান (২৫), গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের শফিকুর রহমানের ছেলে শান্ত (২৩), কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার সিরাজুল ইসলাম (৫৩) ও শরীফুল (৪০) নামের অজ্ঞাত একজন।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস মেহেরপুর আসছিল। বাসটি কলেজ মোড়ে এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান। এ সময় অন্তত ত্রিশ যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তব্যরত ডাক্তার তাপস কুমার জানান, আহতদের মধ্যে অধিকাংশই হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষত হয়েছে।

সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শনে গেছেন।



মন্তব্য চালু নেই