মেহেরপুরে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে তিন ‘ডাকাত’ নিহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত মধ্যরাতে ডাকাতির চেষ্টাকালে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক হোসেন (৩৬), একই গ্রামের নাজির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের আয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০)।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাত ১২টার সময় সদর উপজেলার রাজাপুর গ্রামে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাত দল রাজাপুর মাঠে শশাখেত পাহারাদারকে ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়। পরে ওই পাহারাদার গ্রামে এসে গ্রামবাসীকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে ডাকাতদল গ্রামবাসীকে লক্ষ্য করে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে মাঠের ভেতর থেকে তিন ডাকাতকে ধরে গণপিটুনি শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর হাত থেকে তিন ডাকাতকে উদ্ধার করে। ওই সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরো দুইজনের।



মন্তব্য চালু নেই