মেসেঞ্জারে বিজ্ঞাপন প্রচার নিয়ে ফেসবুকের নতুন পরীক্ষা

রেভিনিউ আনার নতুন পদ্ধতির প্রয়োগ ঘটাচ্ছে ফেসবুক। তারা নিউজ ফিডের মতোই দেখায় এমন কিছু বিজ্ঞাপন পাঠাচ্ছে মেসেঞ্জারে। আপাতত পরীক্ষামূলকভাবেই এ কাজটি করছে তারা। অস্ট্রিয়া এবং থাইল্যান্ডের ফেসবুক ব্যবহারকারীরা তাদের মেসেঞ্জারে এমন বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। পরীক্ষামূলক এই ব্যবস্থা সফলতা দেখলে গোটা দুনিয়ায় ছড়ানো হবে।

নতুন বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীদের সর্বসাম্প্রতিক কনভারসেশনে দেখা যাবে। তবে যে বিজ্ঞাপনগুলো অপ্রাসঙ্গিক, ক্ষতিকর এবং আপনি দেখতে চান না তার বিষয়ে রিপোর্ট করা যাবে বা এগুলো হাইড করাও যাবে।

ফেসবুকের এই পরীক্ষা অনাকাঙ্ক্ষিত নয়। এগুলো ফেসবুকের অনেকগুলো নতুন ফরমেটের একটি যা নিয়ে পরীক্ষা চালাচ্ছে তারা। গত বছরের নভেম্বরে ফেসবুক তাদের বিনিয়োগকারীদের অশনি সংকেত দিয়ে বলে যে, তাদের বিজ্ঞাপনের আয় আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।

ফেসবুক এবং স্ন্যাপচ্যাটের মতো কম্পানিগুলো তাদের বিজ্ঞাপনগুলো মূলধারায় আনতে চাইছে। নিউজ ফিডের বাইরেও তারা বিজ্ঞাপন ছড়িয়ে দিতে চাইছে। যেমন- ভিডিও, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলস এবং ফুল-স্ক্রিন ক্যানভাস অ্যাডস-এ এগুলো প্রচার করা হচ্ছে। সূত্র: নেক্সট ওয়েব



মন্তব্য চালু নেই