মেসি নেই সমস্যা নেই

মেসি নেই মানেই যে বার্সেলোনার পরাজয়। এমন সংশয় বাসা বেধেছিল যাদের হৃদয়ে। তাদের জন্য অবশ্যই সুঃখবর। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা যেন ক্রমেই মেসি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। মঙ্গলবার বাটে বরিসভের বিপক্ষে ম্যাচটিও যেন তার বড় প্রমাণ।

এদিনও লুইস এনরিকের দল ২-০ গোলে প্রতিপক্ষ বাটে বরিসভকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। এর ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। সেইসঙ্গে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান তাদের। চ্যাম্পিয়ন্স লিগে বাটে বরিসভের বিপক্ষে খেলার তিনদিন আগে লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সা ৫-গোলে জিতে। মেসিবিহীন সেই ম্যাচে নেইমার একাই করেন ৪ গোল। সেই ম্যাচে মেসির অভাব বুঝতেই দেননি নেইমার-সুয়ারেজরা।

মঙ্গলবারও দেখা গেল একই চিত্রনাট্য। তবে নেইমার কিংবা সুয়ারেজ নয়। এদিন জ্বলে উঠলেন ইভান রাকিটিক। স্বাগতিক বরিসভের মাঠে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জোড়া গোল করেন তিনি। এর ফলে মেসির অভাবটা মোটেই বুঝতে দিচ্ছেন না তারা।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। নিজেদের মাঠে আর্সেন ওয়েঙ্গারের দল ২-০ গোলে হারিয়েছে ফেবারিট বায়ার্ন মিউনিখকে।

তবে দুর্ভাগ্য চেলসির। এবার ডায়নামো কিয়েভের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে হোসে মরিনহোর দল। আর অন্য ম্যাচে বেয়ার লেভারকুসেন ৪-৪ ব্যবধানে রোমাঞ্চকর ড্র করেছে এস রোমার বিপক্ষে।



মন্তব্য চালু নেই