মেসি-নেইমারকে পেছনে ফেলে এগিয়ে বিরাট!

টি-২০ বিশ্বকাপ থেকে যেন বিরাট দিনদিন আরও উন্নতি বয়ে আনছে। আইপিএলে প্রতিটি ম্যাচে তার নজরকারা ইনিংস খুব আগ্রাসী ভূমিকা পালন করেছে। শুধু মাঠের ভিতরেই নয়, তার ভাগ্য এখন মাঠের বাহিরেও তুঙ্গে।

মেসি-নেইমার ফুটবলের রাজত্ব করলেও বিরাট তো ক্রিকেট খেলুড়ে বাসিন্দা। তাহলে তাদের মাঝে আবার হারজিৎ কিসের?

‘স্পোর্টসপ্রো’ নামক একটি জনপ্রিয় ম্যাগাজিন জানায়, বিরাট বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদ হিসেবে তৃতীয় স্থান অর্জন করেছে। ঠিক এক বছর আগে এই তালিকার ৬ নাম্বারে ছিলেন বিরাট কোহলি। এবার বার্সেলোনার তারকা মেসি ও নেইমারকে পেছনে ফেলে এগিয়ে এসেছেন তিনি।

২০১৬ সালের সেরা ৫০ জন বিপণনযোগ্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করার পর বিরাটের এই নতুন কৃতিত্বের কথা জানা যায়। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি, দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের পল পোগবা। শীর্ষ দশের মাঝে নেইমার রয়েছে ৮ নাম্বারে।

এই ম্যাগাজিনে এরকম খেলোয়াড়দের নাম প্রকাশ হয় যারা অন্তত আরও ৩ বছর খেলার সাথে সংযুক্ত থাকবে। তারা খেলোয়াড়দের বয়স, মার্কেটিং, আপিল সবকিছু বিবেচনা করে এই লিস্ট তৈরি করে।–সুত্র:ইন্ডিয়া টাইম্‌স।



মন্তব্য চালু নেই