মেসির হ্যাটট্রিক ও বিশ্বরেকর্ড

হ্যাটট্রিক ও বিশ্বরেকর্ড ৷ এই দুটো কাজ লিওনেল মেসির পক্ষেই সম্ভব ৷ হ্যাটট্রিক ও বিশ্ব রেকর্ড করে লা লিগায় সেভিয়াকে ১-৫ গোলে উড়িয়ে দিলেন মেসিরা ৷মেসি-নেইমারের যুগলবন্দীতে ফের জয়ের ছন্দে বার্সেলোনা ৷
খেলার ২১ মিনিটে অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি খেলোয়াড় টেলমো জারার ২৫১ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। ৷ এরপর গোলের বন্য বইতে থাকে বার্সা ৷ বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল মার্টিনোর দল ৷ বিরতির পরে জোডি আলভা আত্মঘাতী গোল করে সেভিয়াকে সমতা ফেরাতে সাহায্য করেন ৷ ৪৯ মিনিটে নেইমার গোল করে ফের বার্সাকে এগিয়ে দেন ৷ ৬৫ মিনিটে ইভান রাকেটিক গোল করে মেসিদের পক্ষে ব্যবধান বাড়ান

এরপর মেসি ৭২ মিনিটে গোল দিয়ে টপকান লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। তিনি এখন স্প্যানিশindex2 লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক। ৬০ বছর ধরে অক্ষত থাকা রেকর্ডটি ভাঙলেন তিনি। স্বপ্ন আর আশাকে এক বিন্দুতে মিলিয়ে আজ রোববার ইতিহাস গড়লেন ফুটবলের জাদুকর মেসি।

৭৮ মিনিটে অনবদ্য গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি ৷– সংবাদ সংস্থা।



মন্তব্য চালু নেই