মেসির নাম শুনেই ক্ষেপে গেলেন রোনালদো

রোনালদো-মেসি দু’জন ফুটবল বিশ্বের অন্যতম সেরা। মেসি পাঁচ বারের বিশ্বসেরা রোনালদো তিন বারের। গত দশ বছর ধরে ফুটবল বিশ্বে সেরার প্রতিযোগিতা তাদের মধ্যে লেগেই থাকে। শুধু তাই নয় রিয়াল-বার্সা দু’জন দুই চিরপ্রতিদ্বন্দি ক্লাবে খেলে। তাই বলে কি মেসিকে সহ্যই করতে পারছেন না সিআর সেভেন?

এখন চলছে ফুটবলের দুই মহা আসর ইউরো ও কোপা আমেরিকা কাপ। কোপায় যখন উড়ছে মেসিরা ইউরোতে তখন ধুঁকছে রোনালদোর পর্তুগাল। শতবার্ষী কোপা আমেরিকায় স্বপ্নের ফর্মে থাকা লিওনেল মেসির অবিশ্বাস্য ফুটবল কি তাতিয়ে দিচ্ছে তাঁর প্রধান প্রতিপক্ষকে? গ্রুপ লিগে অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে রোনালদোর পায়ে যতবার বল গিয়েছে, গ্যালারি থেকে উড়ে এসেছে ‘মেসি, মেসি’ ধ্বনি! যা নিয়ে ম্যাচের পর পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোসের প্রতিক্রিয়া ছিল, ‘‘এটা তো রোনালদোকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে কাম্য ছিল না।’’ কিন্তু শুক্রবার সেই বিতর্ক অন্য মাত্রা নিয়েছে ইংল্যান্ডের একটি সংবাদপত্রের প্রতিবেদনে। যেখানে ফাঁস করা হয়েছে, কেন হাঙ্গেরি ম্যাচের আগে পর্তুগাল তারকা উত্তেজিত হয়ে তাঁর নিজেরই দেশের সাংবাদিকের হাতের মাইক্রোফোন কেড়ে জলে ফেলে দিয়েছিলেন! পর্তুগালের একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক দিয়েগো তোরহেস বলেছেন, ‘‘আমি রোনালদোকে প্রশ্ন করেছিলাম যে, তিনি কি টেলিভিশনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফ্রি-কিক থেকে মেসির অনবদ্য গোলটা দেখেছেন? প্রশ্ন শুনেই রোনালদো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তা জলে ছুড়ে ফেলে দেন!’’

তবে কি মেসির প্রতি সিআর সেভেন এতটাই বিরক্ত যে তার ভাল রোনালদোর সহ্য হয় না।



মন্তব্য চালু নেই