মেসিকেই কঠিনতম প্রতিপক্ষ বলছেন ক্যাসিয়াস

সাবেক রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের চোখে মেসিই কঠিনতম প্রতিপক্ষ। ক্যাসিয়াস বলছেন ক্যারিয়ারে মেসির শট সামলাতে সবচেয়ে বেশি হিমশিম খেয়েছেন তিনি। নিজের প্রিয় সেভের তালিকা করতে যেয়ে এমন মন্তব্য করেন বিশ্বফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ক্যাসিয়াস।

পোর্তো যাওয়ার আগে মেসির বিপক্ষে প্রায়ই খেলতে হত ক্যাসিয়াসের।

‘মেসি, সবসময় মেসিই আমার কাছে কঠিন প্রতিপক্ষ ছিলেন। তার বিপক্ষে আমি অনেক খেলেছি।’ উয়েফার ফেসবুক পেজে এক সমর্থকের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক।

নিজের সেরা সেভ সম্পর্কে মন্তব্য করতে যেয়ে ক্যাসিয়াস বলেন, ‘বেয়ার লেভারকুসেনের বিপক্ষে (২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) এবং বিশ্বকাপ ফাইনালে (২০১০ সালে) রোবেনের যে শট ঠেকিয়ে ছিলাম, সেটাই আমার সেরা সেভ।’

ক্যাসিয়াস বলেন, ‘গোলরক্ষক হতে গেলে আপনাকে সাহসী আর বুদ্ধিমান হতে হবে। আমি ছোটবেলা থেকেই গোলে খেলতাম। বাবার সঙ্গে খেলার সময় তিনি চাইতেন না আমি উপরে খেলি!’



মন্তব্য চালু নেই