মেয়র আনিসুল হককে ‘হত্যার হুমকি’, আটক ১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে মোবাইলে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এস এ নাহিদ নামে একজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ক্যাপটেন মো. মাকসুদুল আলম।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের এফডিসি গেট এলাকা থেকে নাহিদকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই