মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়নি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ সত্য নয়, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
প্রশ্নফাঁসের অভিযোগ এনে নতুন করে মেডিকেলে পরীক্ষার দাবিতে ভর্তিচ্ছুদের আন্দোলন সঠিক নয় বলেও তিনি দাবি করেন।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাসিম এ দাবি করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,“মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা প্রতিবারই নিশ্ছিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে। কাজেই প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে, তা সত্যি নয়। এটা নিছক গুজব।”
তিনি বলেন, “এবারের পরীক্ষায় যেখানে প্রশ্ন ছাপা হয়েছে, সেখানে আমি নিজেই গিয়েছি। ফাঁসের কোনো সুযোগই নেই সেখানে।”
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অনেকের ছাত্রত্ব নেই দাবি করে মন্ত্রী বলেন, এরা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলন করছে। সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্তব্য চালু নেই