জঙ্গি নেতা তামিম-জিয়া যে চেহারায় থাকতে পারেন

জঙ্গিদের নেতা কানাডা প্রবাসী তামিম চৌধুরী ও চাকরিচ্যুত মেজর সৈয়দ মো. জিয়াউল হকের কয়েকটি ছবি প্রকাশ করেছে পুলিশ। একই সঙ্গে তাদের ধরিয়ে দিতে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের বেশ-ভুষা বদলে সম্ভাব্য যেসব চেহারা ধারণ করতে পারেন, তার একাধিক ছবি দেওয়া হয়েছে। তারা দাড়ি রাখলে কেমন দেখাবে, আর না থাকলে কেমন দেখাবে, চশমা পরলে কেমন দেখাবে- তার ছবি প্রকাশ করা হয়েছে।

3

ডিএমপি প্রকাশিত তামিমের সম্ভাব্য চেহারার ছবি

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিম আহমেদ চৌধুরীর বাবার নাম শফিক আহমেদ চৌধুরী। বাড়ি সিলেটের বিয়ানিবাজার থানার দোবাক ইউনিয়নের বড়গ্রাম সাদিমাপুরে। তার পাসপোর্ট নম্বর : এএফ-২৮৩৭০৭৬ ও পুরনো পাসপোর্ট নম্বর এল-০৬৩৩৪৭৮।। তার জাতীয় পরিচয়পত্র নম্বর: ১৯৮৬০০৯১২৪১০০১৩৪২।

2

ডিএমপি প্রকাশিত জিয়ার সম্ভাব্য চেহারার ছবি

আর মেজর জিয়ার বাবার নাম সৈয়দ মো. জিল্লুল হক। তার বাড়ি মৌলভীবাজারের মোস্তফাপুর গ্রামে। ঢাকার মিরপুর সেনানিবাসের ১২তলা বিশিষ্ট পলাশ ভবন তার শেষ ঠিকানা ছিল। পাসপোর্ট নম্বর এক্স-০৬১৪৯২৩। ২০১২ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টায় চাকরি হারান মেজর জিয়া।



মন্তব্য চালু নেই