মৃত ঘোষণার তিনঘণ্টা পর কেঁদে উঠলো শিশু

চিকিৎসক মৃত ঘোষণার তিনঘণ্টা পর কেঁদে উঠলো এক নবজাতক শিশু।
রোববার সকাল ৮টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৭নং ওয়ার্ডের জালালপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে উপজেলার জালালপুর গ্রামের মমিনুরের স্ত্রীর নূরজাহানের (২৫) প্রসব ব্যথা উঠলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে রোববার ভোর সাড়ে ৫টায় ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এসময় চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর শিশুটিকে পরিবারের লোকজন জালালপুর গ্রামে এনে দাফনের আগে গোসল করাতে নিলে হঠাৎ শিশুটি কেঁদে ওঠে।
এসময় হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি জয়পুরহাট নিয়ে যাওয়ার কথা বলেন। তারা দ্রুত শিশুটিকে জয়পুরহাট হাসপাতালে নিয়ে যায়।
এদিকে খবর পেয়ে গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমায়।
হাকিমপুর পৌরসভার জালালপুর ৭নং ওয়ার্ড কাওন্সিলর মিনহাজুল ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে নবজাতক শিশুটিকে জয়পুরহাট হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নবজাতক ও তার মা চিকিৎসাধীন রয়েছেন।



মন্তব্য চালু নেই