মৃত গরুর মাংস বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে মৃত গরুর মাংস ও ফিরেনহা মাছ বিক্রি করায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল ১১টায় দিকে ইউএনও নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার মরিচ্যা বাজারে স্থানীয় কয়েকজন কসাই দীর্ঘদিন ধরে মৃত গরুর মাংস সংগ্রহ বিক্রি করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈন উদ্দিন আকস্মিক অভিযান পরিচালনা করেন। এসময় কসাই কামাল উদ্দিন ও বিক্রি নিষিদ্ধ ফিরেনহা মাছ বিক্রি করায় বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস বিক্রেতাকে ২৫ হাজার এবং ফিরেনহা মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত গরুর মাংস নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এনে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুল আলম, সহকারি সেনিটারি ইন্সপেক্টর (শিক্ষানবিশ) মো. ইউনুছ মাহমুদ ও এস আই আনিছ।



মন্তব্য চালু নেই