মৃত্যু পরোয়ানা এবং সাকার হুঙ্কার
মানবতাবিরোধী অপরাধে দন্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরীকে সন্ধ্যায় মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।
অনানুষ্ঠানিকভাবে সাকা চৌধুরী আগেই আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের কথা জেনে গিয়েছিলেন।
কাশিমপুর পার্ট-১ কারাগারের একটি সূত্র জানিয়েছেন, আজ সন্ধ্যায় কারা কর্মকর্তারা মৃত্যুপরোয়ানা পড়ে শোনানোর জন্য তার কাছে যাওয়া মাত্রই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এক পর্যায়ে তিনি হুঙ্কার দিয়ে ওঠেন। তবে পরক্ষণেই তিনি চুপসে যান। পরে কারা কর্মকর্তারা তাকে মৃত্যুপরোয়ানা পড়ে শুনিয়ে স্থান ত্যাগ করেন।
কাশিমপুর পার্ট-১ কারাগার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে লালকাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানার কপি কারাগারে পৌঁছায়।
জেল কোড ও আইসিটি অ্যাক্ট অনুয়ায়ী তাকে এ রায়টি পড়ে শোনানো হয়। সূত্র জানায়, মৃত্যু পরোয়ানার খবর শুনেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ সময়ে তিনি বলেন, কিসের মৃত্যু পরোয়ানা এসব আমি মানি না, সেই চিরাচরিত ভেংচি কেটে তিনি তুচ্ছতাচ্ছিল্য করতে থাকেন।
মন্তব্য চালু নেই