মৃতের খাটিয়ার ওপরে বসে হাতজোড় করে ভোটভিক্ষা!

মানুষের নজর কিভাবে কাড়তে হয়, সেটা ভাল করেই জানেন ভারতীয় নাগরিক রাজন যাদব। এবারের ভারতের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অভিনেতা–রাজনীতিবিদ রাজপাল যাদবের দল সর্ব সম্ভব পার্টি। তার দলের হয়েই গোরক্ষপুরের চৌরিচৌরা কেন্দ্র থেকে লড়ছেন রাজন যাদব।

যদিও কেউই মনে করছেন না বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেসের মধ্যে রাজপালের দল বিশেষ কিছু করতে পারবে বলে। কিন্তু এ সবের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে রাজনের প্রচার। তিনি তার নির্বাচনী প্রচার কার্যালয় খুলেছেন শ্মশানে। তার সমর্থনে শোভাযাত্রা বেরোচ্ছে শবযাত্রার অনুকরণে। শবের খাটিয়ার ওপরে বসে হাতজোড় করে ভোটভিক্ষা করছেন রাজন। তাঁর এই পদ্ধতি এখন দারুণ জনপ্রিয় হয়েছে।

কিন্তু কেন এই বিচিত্র উদ্যোগ এমন প্রশ্নের জবাবে‌ গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক ছাত্র রাজন বলছেন, “‌লোভী রাজনীতিবিদরা গোটা রাজ্যটাকেই হত্যা করেছেন। আমরা সেই শবদেহ নিয়েই পথে নেমেছি। মানু্ষের ভোট হল মৃতসঞ্জীবনী ওষুধ। যদি সেই ভোট পেয়ে জিততে পারি, তা হলে গোটা রাজ্যটাকে বাঁচিয়ে তুলতে পারব। “‌



মন্তব্য চালু নেই